কাঁটাতার: এই কি স্বাধীনতা?
কাঁটাতার: না কি স্বাধীনতার গিট?প্রচ্ছদবিহীন চোখ এফোঁড় ওফোঁড় করে গেছে শয়তানের দড়ি
স্বাধীনতা এই, আলবালের বৃত্তে দাসত্বের জীব্ন!চারপাশে মৃত্যুর ঘের যার ভিতর স্বার্থ স্বার্থ বিলাসিতাশহিদ, বলিদান, মুক্তি, পতাকা - মেটাল তারের পেটানো গিটে বাঁধা।
দেশ: দলীয় স্বার্থে ভাগাভাগি করে নেওয়া পচাগলা মৃত শিকারের টুকরো
আর আমরা দ্বিপদ কেঁচো কৃমি তাই খেয়ে উগরে দিই ধর্মের বমি
পুঁজ রক্ত শুষে শুষে জমা করি মিথ্যা অহমের পুঁজি
টুকরো মাংসগুলো শরীর থেকে আলাদা হয়ে বিধর্মী হয় আমাদেরই বিষে
যাতে সুবিধা রাজকুকুরের, - আস্বাদিত পাক তুলে খেতে।
অধিকার: যতটা খাঁচার পরিধি প্রভু ঠিক করে দেয়
ভাগ, বাটোয়ারা, দলিল, পর্চা জীবন এটুকুই চিতা অবধি;
এ দেশের বরাদ্দ সম্পত্তি ফুরালে, জলহাওয়া ফুরালে, ফুরাবে অধিকার
কোথাও ফাঁকি নেই, যন্ত্রণার ইতি নেই, পুনর্জন্ম নেয় সেই চিতাভস্মই!
রক্তবীজের জীবন; মৃত্যু, মুক্তি সব অধিকার কাঁটাতারের ভিতর
দেশ: জড় পৃথিবীর স্থবির এক ভাগের টুকরো
অধিকার: সাপের মুখে ব্যাঙের হাত পা ছোঁড়ার লড়াই
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন