বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০১৭

একান্ত - সঞ্জয় সিন্হা

চুপিসারে মেঘের দু হাতে এক থালা রোদ দিতে চাই!
আজন্ম উত্তাপ,উনুনে পোড়া ছাই
হিসাবের অন্ধকার, ছুঁয়ে দেখ
তোমার পিপাসা জল, শিল্প আশ্রয়!
পাতাগুল ভীতু লীন তাপ, কুঁকড়ানো জোৎস্না স্নান কত যুগ ছড়িয়ে পর্ণমোচী হৃদয় নিরাশ্রয়!
ঝড়ো সংকেত, তুমি কি খোলা দরজায়,
আমার সংশয়, পর্দা তোমার হাওয়ার দমকায়
আদৌ দোলে কিনা!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদিকার ডেস্ক থেকে

উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব...