বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০১৭

ভালো আছি - বিকি দাস

অমনি করে কাঁদছ যে,
কেউ কাঁদিয়েছে বুঝি?
লক্ষ্মীটি ভালোবাসা ফিরে এলে বলো,
ভালো আছি, ভালো মন নিয়ে।
যেভাবে ভালো আছে,
ভোরের কুয়াশা দূর্বাঘাসে।
তুলো উড়ছে স্বাধীন হাওয়াতে।
তুমি তাকে বলো,
আমি ভালো আছি, ভালো মন নিয়ে।
যতটুকু ভালোবাসা ছিলো,
সবটুকু দিয়েছি তোমায়।
এসে দেখো,
এখন পরে আছে, এক পোড়া কাগজের গল্প।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদিকার ডেস্ক থেকে

উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব...