বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০১৭

পরিব্রাজক - শমিতা চক্রবর্তী

চা বাগিচার সবুজ বুকে তখন
পাইন বনের ঝিরি হাওয়া এসে
আদর বুলিয়ে যাচ্ছে
দূর থেকে ভেসে আসা এলাচি সুগন্ধ মেখে
তখন পাহাড়ী ঝর্ণা টা ট্যুর -গাইডের
প্রধান আলোচ্য বিষয় --------
দূরের পালি -অক্ষরগুলো ছুঁয়ে দৃষ্টি তখন
আরও দূরের একটা গৃহত্যাগী মঠে -------
ওখানেই বুঝি আছে মানুষ টা
ঘর ছেড়ে আসার সময় এ কথাই তো ছিল
তার পরিব্রাজক মনে
ধীরে ধীরে পাতা ওলটায় --পাইনের বন , চা বাগিচা , এলাচি হাওয়া , আনন্দ মুখর ঝর্ণা --
শুধু পর্ণমোচী দের দীর্ঘশ্বাস বুকে চেপে
চিরহরিতের দেশে --আমার ইচ্ছে পূরণের গল্প
লেখা হয় --পরিব্রাজকের পায়ে 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদিকার ডেস্ক থেকে

উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব...