এক একটা অক্ষর পেরিয়ে
এগিয়ে যাচ্ছি ভগবানের কাছে
রক্ত দিয়ে
মিলিয়ে নিচ্ছি অবয়ব
স্নেহ ফড়িং
আর ডানা ঝাপটায় না এখন
এখন শুধু শিরা উপশিরায়
ব্লেডের দাগ
এগিয়ে যাচ্ছি ভগবানের কাছে
রক্ত দিয়ে
মিলিয়ে নিচ্ছি অবয়ব
স্নেহ ফড়িং
আর ডানা ঝাপটায় না এখন
এখন শুধু শিরা উপশিরায়
ব্লেডের দাগ
তারপর ব্যাজ্ঞন বর্ণর মত
জটিল হাত
বাড়িয়ে দেবে সাপ
সোনাপথ
জটিল হাত
বাড়িয়ে দেবে সাপ
সোনাপথ
শেষে গিয়ে আর
পাঠানো যাবে না প্রমান-
কারণ কথামালার ও প্রান্তে
শুধু চন্দ্রবিন্দু চাঁদ
ঠিকানায় তিমির পাসে
ঈশ্বরের নাম
পাঠানো যাবে না প্রমান-
কারণ কথামালার ও প্রান্তে
শুধু চন্দ্রবিন্দু চাঁদ
ঠিকানায় তিমির পাসে
ঈশ্বরের নাম
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন