" শহরতলী জুড়ে গলির মোড়ে মোড়ে
তোমার নিয়েই গল্প হোক"
তুমি এখন আকাশ ছোঁয়া
তোমার স্বপ্ন চাঁদ
আমার আছে পুরোনো পথ সাবেক গলি
আলসে ঘেরা ছাদ-------
তুমি এখন কথা সাজাও
রাংতা দেওয়া মোড়ক
আমি সেই থেকে গেলাম নিচু স্বরের
ভিজে আসা চোখ-----
"জানি তোমার ছন্দে অন্ত্যমিল নেই
তোমার উর্ধ্বগামী বালিশ ছেঁড়া স্বপ্ন ধোওয়া
উড়ছে ঊড়ুক"
হারিয়েছে সব কেমন করে
তোমায় ছাড়া জীবন
এক ঘরেতে ই কথা ছিল
দেখব আকাশ-- একসাথে দুজন
"তোমার চোখ মেঘলা হোক
তোমার কথাই পড়ছে মন
আঙুল ছোঁয়া মুদ্রা দোষ
তোমার কথা খুব ওজন"
ভুলে গেছ পায়ের চিহ্ন ভাঙ্গা স্নানের ঘাটে
ঘাট কিন্তু একা একাই--- ভেজে জলের স্রোতে
মেঘের মত মানুষ ও কখন --ঝরিয়ে ফেলে পালক
বিজ্ঞাপনে দেখব তোমায় সভ্যতার স্মারক-----
"হাজার করতালি তোমায় বলে খালি
তোমায় নিয়েই গল্প হোক"
তোমার নিয়েই গল্প হোক"
তুমি এখন আকাশ ছোঁয়া
তোমার স্বপ্ন চাঁদ
আমার আছে পুরোনো পথ সাবেক গলি
আলসে ঘেরা ছাদ-------
তুমি এখন কথা সাজাও
রাংতা দেওয়া মোড়ক
আমি সেই থেকে গেলাম নিচু স্বরের
ভিজে আসা চোখ-----
"জানি তোমার ছন্দে অন্ত্যমিল নেই
তোমার উর্ধ্বগামী বালিশ ছেঁড়া স্বপ্ন ধোওয়া
উড়ছে ঊড়ুক"
হারিয়েছে সব কেমন করে
তোমায় ছাড়া জীবন
এক ঘরেতে ই কথা ছিল
দেখব আকাশ-- একসাথে দুজন
"তোমার চোখ মেঘলা হোক
তোমার কথাই পড়ছে মন
আঙুল ছোঁয়া মুদ্রা দোষ
তোমার কথা খুব ওজন"
ভুলে গেছ পায়ের চিহ্ন ভাঙ্গা স্নানের ঘাটে
ঘাট কিন্তু একা একাই--- ভেজে জলের স্রোতে
মেঘের মত মানুষ ও কখন --ঝরিয়ে ফেলে পালক
বিজ্ঞাপনে দেখব তোমায় সভ্যতার স্মারক-----
"হাজার করতালি তোমায় বলে খালি
তোমায় নিয়েই গল্প হোক"
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন