বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০১৭

গল্পে শুধুই তুমি - শ্রীলেখা মুখার্জ্জী

ভোর-রাতে বৃষ্টিরা ভেসে গেলো
হাওয়ারা ফিসফিস একটু ঊনিশ বিশ
তোমায় নিয়ে আসর জমালো...

"শহরতলী জুড়ে গলির মোড়ে মোড়ে
তোমায় নিয়েই গল্প হোক

জানি তোমার ছন্দে অন্ত্যমিল নেই
তোমার ঊর্ধগামী বালিশ ছেঁড়া স্বপ্ন-ধোঁয়া
উড়ছে উড়ুক---"

নরম ছড়ানো পালক 
ঘুমভাঙা চোখে আবছায়া মুছে
সাজানো ডানায় মেঘ ছুঁয়ে নেয়
আকাশবাড়ীর আগন্তুক

তোমার স্বপ্ন মজলিসে
আমি জড়িয়ে আছি আলো আশেপাশে
ইচ্ছে-ঝিলে খুশীরঙা জলফড়িং ঢেউ ;

"তোমার চোখ মেঘলা হোক
তোমার কথাই পড়ছে মন
আঙুল ছোঁয়া মুদ্রাদোষ
তোমার কথার খুব ওজন

হজার করতালি তোমায় বলে খালি
তোমায় নিয়ে গল্প হোক "

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদিকার ডেস্ক থেকে

উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব...