আবার কবে দেখা হবে? আবার?
কুবো পাখি ডাকা বনে?
আমি কখনও দেখিনি সে পাখি-
জানোই তো, আমি শহরতলির মেয়ে-
ভাসতে ভাসতে এসে পড়িনি তোমাদের শহরে
:
মাঝে দু একবার রাস্তাচলতি ধাবায় ক্ষণিক বিশ্রাম নিয়েছি
মাঝে তো দুবার ছিঁড়েও গেছে হাওয়াই চটির স্ট্র্যাপ
অবশেষে ... অনেকক্ষণ হেঁটে হেঁটে খিদে চেপে পৌঁছতে পেরেছি
:
বললাম না, ভাসতে ভাসতে আসিনি এ শহরে
শহরতলির মেয়ে আমি ... সারাদিন রিক্সার প্যাঁক-পুকে অভ্যস্ত
স্টেশনের রাস্তায় ব্যস্ত ভিড়-
অটোর লাইনে মারপিট-এসবই জানি আমি
:
কিন্তু জানি না এই মেগাসিটির ট্রাফিক পুলিশ,
জেব্রা ক্রশিং, মেট্রো-টেট্রো ইত্যাদি সব ...
তাইতো পোড়া ডিজেলের গন্ধ, সাজানো ফুটপাতে
সাজানো মানুষের ঢল , সবই ভাল লাগে আমার
:
আর একটা মোড় ঘুরলেই তোমার বাড়ি
ঠিকানাটা একবার মিলিয়ে নিই দাঁড়াও
হ্যাঁ , এটাই ... আসলে এর জন্যই তো আসা আমার এ শহরে
:
দাঁড়াও একটু ... আর একটা মোড় তো?
জানি- একটু দাঁড়াও
সাত মাসের অন্তসত্বা আমার এ শহরে আসা শুধু তোমারই জন্য অনির্বাণ ..........
:
কুবো পাখি ডাকা বনে?
আমি কখনও দেখিনি সে পাখি-
জানোই তো, আমি শহরতলির মেয়ে-
ভাসতে ভাসতে এসে পড়িনি তোমাদের শহরে
:
মাঝে দু একবার রাস্তাচলতি ধাবায় ক্ষণিক বিশ্রাম নিয়েছি
মাঝে তো দুবার ছিঁড়েও গেছে হাওয়াই চটির স্ট্র্যাপ
অবশেষে ... অনেকক্ষণ হেঁটে হেঁটে খিদে চেপে পৌঁছতে পেরেছি
:
বললাম না, ভাসতে ভাসতে আসিনি এ শহরে
শহরতলির মেয়ে আমি ... সারাদিন রিক্সার প্যাঁক-পুকে অভ্যস্ত
স্টেশনের রাস্তায় ব্যস্ত ভিড়-
অটোর লাইনে মারপিট-এসবই জানি আমি
:
কিন্তু জানি না এই মেগাসিটির ট্রাফিক পুলিশ,
জেব্রা ক্রশিং, মেট্রো-টেট্রো ইত্যাদি সব ...
তাইতো পোড়া ডিজেলের গন্ধ, সাজানো ফুটপাতে
সাজানো মানুষের ঢল , সবই ভাল লাগে আমার
:
আর একটা মোড় ঘুরলেই তোমার বাড়ি
ঠিকানাটা একবার মিলিয়ে নিই দাঁড়াও
হ্যাঁ , এটাই ... আসলে এর জন্যই তো আসা আমার এ শহরে
:
দাঁড়াও একটু ... আর একটা মোড় তো?
জানি- একটু দাঁড়াও
সাত মাসের অন্তসত্বা আমার এ শহরে আসা শুধু তোমারই জন্য অনির্বাণ ..........
:
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন