বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০১৭

রজনীগন্ধা - শুভা গাঙ্গুলী

পরিমিত ভালোবাসায় ঠিকই ছিলো স্বাগতা, পরিমিত অর্থেও তার অসুবিধে হত না, সারাদিন নিজের কাজ নিজেই করতো,আর রোজ সন্ধ্যায় একগুচ্ছ রজনীগন্ধা ঘরের টেবিলে রাখতো,খুব প্রিয় ফুল ওর,

তারপর কি করে যে একজন ডেন্টিস্ট এর দোকানে কাজ করা সাধারণ শিক্ষিত টেক্নিকাল হেল্পার এত টাকার কাজ পেয়ে মুম্বাই চলে গেল, ফ্লাট কিনে ওকে রাণী র মতো রেখে গেছে আজ অপরিমিত রোজগার, কিন্তু কি যেন নেই,কিযেন নেই,ছেলে খুব বড় hostel এ থাকে,সারাদিন এঘর ওঘর ঘুরে ক্লান্ত স্বাগতা
এলকোহলে র আমেজে মজল,

তারপর অপরিমিত সুখ ওকে সিরোসিস অফ লিভার উপহার দিয়েছে,এখন রোজ ওর কাজের মেয়ে একগুচ্ছ রজনীগন্ধা নিয়ে আসে,এই পরিমিত শেষ ইচ্ছা ই জানিয়েছে স্বাগতা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদিকার ডেস্ক থেকে

উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব...