বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০১৭

অপরিমিত - সুতপা সরকার

যেদিন নহবতে বেজেছিলবিদায়ী সুর
ছিন্নমূল আমি,নৌকোয় নব যাত্রী
ভাঙছি লহর,
তবু নতুনের সম্মোহন ছিল অপরিমিত,
খুশীর পালে তুমি সর্বনামে কিছুটা সম্মোহিত।
কিন্ত ওই চতুষ্কোণ দাবার চৌখুপী,
পরিমিতি তে ক্রমশ সংকোচন, যারপরনাই অসুখী।


হৃদস্পন্দনে ছিল অভিমান তঞ্চন,
অপরিমিত ভালোবাসার বদলে রিক্ত শূণ্যস্থান।
স্বল্প পরিসর সবুজে মন্ত্রীর

অনুশাষনসর্বাত্মক দাবানলের লেলিহান লালনে দীর্ঘশ্বাসে শোক,
অশ্বের আড়াই পা উল্লম্ফনে
জীবন যোজনায় মুক্তি চাই নি তো,
তাই আজো ফুটিফাটায় সংযুক্ত।


রীতি কে মেনে মুখোশে সুখী অপরিমিত,
এক অসম্পূর্ণ উপন্যাসের পরিশেষে ইতিবৃত্ত।


বোরের ভূমিকায় দূর্গ রক্ষায় সম্প্রসারিত,
রাজার সুখস্বাছন্দ্যে বলিদানে প্রস্তত নিয়ত,
ঝরে যাচ্ছি প্রাত্যহিকতায় নির্বিকার,
ছৌ নাচে সীমাবদ্ধ অধিকার।
ফুল্লরার বারোমাস্যার বাইরে জীবন অপরিমিত,
রানী আমি সোনার খাঁচায় শৃংখলিত,
বাকীটুকু এক অপরিচিত

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদিকার ডেস্ক থেকে

উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব...