মাটি ভেদ করে যতটা গভীরে গেছে আমার শিকড় , তারও বেশি গভীরতা ছুঁয়ে যাই আমি স্মৃতির অতলে ডুব দিয়ে ...
স্মৃতি রসে পুষ্ট হয়ে আকাশ ছোঁয়ার লোভে মেলে ধরি নিজেকে ; সাজ নিই অতন্দ্র প্রহরীর ..
ক্ষয় ধরা অভিমানী ইঁট পাথরের বাড়িতে একা প্রাণ আমি ..সাথী এক ছায়া মানুষ ;
অন্ধকার ঠেলে প্রদীপ হাতে এগিয়ে আসা ছায়া মানুষ এক ..
এ বাড়ির মা যিনি ;
যার প্রদীপের আলোয় আজও আলোকিত হয় আমার অন্ধকার গর্ভ গৃহ
স্মৃতি রসে পুষ্ট হয়ে আকাশ ছোঁয়ার লোভে মেলে ধরি নিজেকে ; সাজ নিই অতন্দ্র প্রহরীর ..
ক্ষয় ধরা অভিমানী ইঁট পাথরের বাড়িতে একা প্রাণ আমি ..সাথী এক ছায়া মানুষ ;
অন্ধকার ঠেলে প্রদীপ হাতে এগিয়ে আসা ছায়া মানুষ এক ..
এ বাড়ির মা যিনি ;
যার প্রদীপের আলোয় আজও আলোকিত হয় আমার অন্ধকার গর্ভ গৃহ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন