বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০১৭

আরোগ্য কথা - নয়নিকা সেন

এই যে শিরীষ কাঠ, জীর্ণ আসবাব
নাকচের অভিপ্রায় আর শূন্য ফুৎকার
.
এই যে জড়িয়ে থাকা ধূম 
শব্দের হরিদ্রাভ অনুরণন 
মেঘেদের আস্কারা ... আতপ সঞ্চরণ 
.
এই যে জল্ভার ... ডাহুক ডাকা রোদ ... জলের সিঞ্চনে জন্মমাস 
এ যে সব উপলখণ্ড 
ছায়া বেঁধে রাখা জীবনের প্রহর পরিবেশন 
.
সীমান্ত শিয়রে এখন ভাসা ভাসা পাঠ
দূরত্ব মেপে চলা সমাপ্তির আজান

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদিকার ডেস্ক থেকে

উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব...