বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০১৭

মরীচিকা __ বেথুন বেরা

শুকনো একটা মন আর উটের মতো শরীরটাকে সঙ্গী করে -
সূর্যদয় থেকে সূর্যাস্ত আমি মরিচিকার পেছনে ছুটে যাই এই জীবনরূপী মরুভূমিতে

কখনও ক্যাকটাসের আঘাত__ কখনও মরু ঝড়ের তান্ডব__ কখনও প্রবল বুকফাটা তেষ্টা
আমাকে আষ্টেপিষ্টে বেঁধে রাখতে চায়

আমি জানি আমি একা__ আমি অসহায়
আমি ক্রমশ-নিঃস্ব__ দিক্ভ্রান্ত
তবুও__তবুও আমি এগিয়ে চলেছি
শুধুমাত্র 
মরীচিকাতেই হাত রাখবো বলে


কারন_ তুমি আমার কাছে শুধুমাত্র__ শুধু-মাত্র 
মরীচিকা 'ই

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদিকার ডেস্ক থেকে

উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব...