সৃষ্টির কোলাজে স্রষ্টার সুনিপুন ছোঁয়া!
লেখনীর স্পর্শে প্রাঞ্জল হোক এ মহিমা,
মননে ঐকান্তিক ইচ্ছে শুধু আমার নয়
হয়ত সন্মিলিত আকাঙ্খা ,
বাস্তব যেন অবরুদ্ধ দ্বার উন্মুক্ত ভাবনায়....
সুন্দরের ক্যানভাসে ক্রমশ সুস্পষ্ট
যন্ত্রণার প্রতিচ্ছবি!
কল্পনার শব্দ গাঁথায় প্রচ্ছন্ন অনীহা আজ
কবি প্রতিভার!
লেখনী শব্দ সাজায় প্রতিবাদী লেখায়
নিরাশ মনে ভাবনার গোপন ভাষা স্পষ্ট হয়,
বন্দুকের নলের অজস্র বুলেটের
আঘাতে অকারণ রক্তপাত!
অশুভ বুদ্ধির শক্তি বৃদ্ধিতে বোবাকান্নার হাহাকার.....
লেখনীই হোক অজেয়,দুর্নিবার
ফিরুক ভাবনায় সৃষ্টির কোলাজ.
লেখনীর স্পর্শে প্রাঞ্জল হোক এ মহিমা,
মননে ঐকান্তিক ইচ্ছে শুধু আমার নয়
হয়ত সন্মিলিত আকাঙ্খা ,
বাস্তব যেন অবরুদ্ধ দ্বার উন্মুক্ত ভাবনায়....
সুন্দরের ক্যানভাসে ক্রমশ সুস্পষ্ট
যন্ত্রণার প্রতিচ্ছবি!
কল্পনার শব্দ গাঁথায় প্রচ্ছন্ন অনীহা আজ
কবি প্রতিভার!
লেখনী শব্দ সাজায় প্রতিবাদী লেখায়
নিরাশ মনে ভাবনার গোপন ভাষা স্পষ্ট হয়,
বন্দুকের নলের অজস্র বুলেটের
আঘাতে অকারণ রক্তপাত!
অশুভ বুদ্ধির শক্তি বৃদ্ধিতে বোবাকান্নার হাহাকার.....
লেখনীই হোক অজেয়,দুর্নিবার
ফিরুক ভাবনায় সৃষ্টির কোলাজ.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন