গ্যাস্পার এক অদ্ভুত স্বপ্ন মাঝে মাঝেই দেখে, কোন এক মরুভূমি র দেশ থেকে তাকে কেই বলে, "গ্যাস্পার, এখানে একবার আমার সাথে দেখা করো,তোমাকে আমার কিছু দেবার আছে,সে এক অমুল্য বস্তু,দীর্ঘ দিন ধরে যত্ন করে আমরা রেখেছি,তোমায় খুজছি,তোমার হাতে তুলে দিয়ে নিশ্চিন্ত হব,এতে মানব কল্যাণ হবে,এসো গ্যাস্পার"
:
কোন এক মরুভুমির দেশ সেটা, গ্যাস্পারের বয়স ২৫ বছর, astronomy তে পারদর্শী, আয়ুর্বেদ সম্বন্ধে গভীর জ্ঞান,আর রাজস্থানএর মরুভুমিতে চলাফেরার অভ্যাস আছে তার, কিন্তু কারা এরা,?
:
আবার স্বপ্ন,এবার একজন রাজার মুখ,শরীর সব দেখছে,উঠের পিঠে চলেছেন একা,কে ইনি, হঠাত ই মুখ ফেরালেন তিনি,একি একদম তারই মতো, হাসলেন, অপূর্ব দিব্যজ্যোতিতে ভরে গেলো তাঁর মুখ,বললেন এক মহান উদ্ধারর কর্তা এসেছেন,আমি চলেছি, তাঁর অভ্যর্থনায়, আমার কাছে আদেশ এসেছে,
:
তাঁর হাতে একটি শিশি,বললেন, এটা তে যা আছে তা আমাদের পূর্বপূরুষদের দীর্ঘ অধ্যয়নের ফসল,জগতের কল্যাণকর, আমার ভেট সেই মহামানবকে।
:
মনস্থির করছে গ্যাস্পার,সে।যাবে, রাস্তার ডিরেকসান না থাকলেও যাবে,কারণ দিক নির্ণয় করার প্রাচীন পদ্ধতি তার করতলগত,সে অনেক কিছু জানে,আকাশের তারা,চন্দ্র সূর্য সকলেই পথ দেখাতে সক্ষম, জানে সে,
:
আজ তিনদিন হয়েছে, ইজরায়েল এর মরুভুমিতে তার চলার অভ্যাস নেই, তবু দমেনি, টেলিপ্যাথি তে কথা হয় তার সাথে,সেই ব্যাক্তির,যে নাকি ওকে সেই ছোটবেলা থেকেই বলে চলেছে,তুমি সেই বংশের পুত্র যাঁরা এক অদ্ভুত জ্ঞানের অধিকারি আর ডেড সীর জল,গাছগাছড়া র তেল থেকে মহামূল্যবান ওষুধপাতি তৈরী করতেন, তাঁদের একজন এই এসেন্স দিয়েছিলেন সেই নবজাত শিশুকে,আশীর্বাদ পেয়েছিলেন তাঁরা,
:
আর একটু, সূর্য তাকে পথ দেখায়,সূর্যের তাপ তাকে স্পর্শ করে না, আর একটু, আর একটু, বৃদ্ধ বলেছেন cancer নিরাময় করার ক্ষমতা আছে এই তেলের, ২০০০ বছর ধরে এই যাযাবরেরা রেখে দিয়েছে, আর আছে একটা ছোট cradle, সেটা তারা দেবে না, তাদের good omen ওটা,
:
চলো গ্যাসপার, আর একটু,দুহাজার বছর আগে আরও কষ্ট করে যিনি দৈববাণী শুনে দীর্ঘ পথ পাড়ি দিয়েছিলেন, তিনিও তো গ্যাস্পার।
:
কোন এক মরুভুমির দেশ সেটা, গ্যাস্পারের বয়স ২৫ বছর, astronomy তে পারদর্শী, আয়ুর্বেদ সম্বন্ধে গভীর জ্ঞান,আর রাজস্থানএর মরুভুমিতে চলাফেরার অভ্যাস আছে তার, কিন্তু কারা এরা,?
:
আবার স্বপ্ন,এবার একজন রাজার মুখ,শরীর সব দেখছে,উঠের পিঠে চলেছেন একা,কে ইনি, হঠাত ই মুখ ফেরালেন তিনি,একি একদম তারই মতো, হাসলেন, অপূর্ব দিব্যজ্যোতিতে ভরে গেলো তাঁর মুখ,বললেন এক মহান উদ্ধারর কর্তা এসেছেন,আমি চলেছি, তাঁর অভ্যর্থনায়, আমার কাছে আদেশ এসেছে,
:
তাঁর হাতে একটি শিশি,বললেন, এটা তে যা আছে তা আমাদের পূর্বপূরুষদের দীর্ঘ অধ্যয়নের ফসল,জগতের কল্যাণকর, আমার ভেট সেই মহামানবকে।
:
মনস্থির করছে গ্যাস্পার,সে।যাবে, রাস্তার ডিরেকসান না থাকলেও যাবে,কারণ দিক নির্ণয় করার প্রাচীন পদ্ধতি তার করতলগত,সে অনেক কিছু জানে,আকাশের তারা,চন্দ্র সূর্য সকলেই পথ দেখাতে সক্ষম, জানে সে,
:
আজ তিনদিন হয়েছে, ইজরায়েল এর মরুভুমিতে তার চলার অভ্যাস নেই, তবু দমেনি, টেলিপ্যাথি তে কথা হয় তার সাথে,সেই ব্যাক্তির,যে নাকি ওকে সেই ছোটবেলা থেকেই বলে চলেছে,তুমি সেই বংশের পুত্র যাঁরা এক অদ্ভুত জ্ঞানের অধিকারি আর ডেড সীর জল,গাছগাছড়া র তেল থেকে মহামূল্যবান ওষুধপাতি তৈরী করতেন, তাঁদের একজন এই এসেন্স দিয়েছিলেন সেই নবজাত শিশুকে,আশীর্বাদ পেয়েছিলেন তাঁরা,
:
আর একটু, সূর্য তাকে পথ দেখায়,সূর্যের তাপ তাকে স্পর্শ করে না, আর একটু, আর একটু, বৃদ্ধ বলেছেন cancer নিরাময় করার ক্ষমতা আছে এই তেলের, ২০০০ বছর ধরে এই যাযাবরেরা রেখে দিয়েছে, আর আছে একটা ছোট cradle, সেটা তারা দেবে না, তাদের good omen ওটা,
:
চলো গ্যাসপার, আর একটু,দুহাজার বছর আগে আরও কষ্ট করে যিনি দৈববাণী শুনে দীর্ঘ পথ পাড়ি দিয়েছিলেন, তিনিও তো গ্যাস্পার।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন