দীর্ঘ এক দশক পর প্রতিবাদী মননের মৌন বিলাসে
ফেলে আসা সাঁঝের আতর গন্ধ মেখে ফিরে এলাম
:
সম্ভাব্য যতিচিহ্ন নয়
বরং দেশ ছাড়ার আগে আজানের সুরে পরিবর্তনের সুর খুঁজেছিলাম
:
আজও তাই
অপ্রেমে অগভীর সন্ধ্যায় স্পর্শহীন সে ওঠা নামায়
বৈরীতা খুঁজে চলি
:
দীর্ঘ পথ হাঁটার পর
এখন সময়কে গর্ভিণী করি নিত্য অভিলাষে
পটভূমি পাল্টানোকে দূর্বোধ্য স্বরাভাসে ব্যক্ত করি
সম্পর্কের অকাল ভাসান বুঝিয়ে দেয়
বিগত স্পর্ধার কোন নিরাময় নেই
ফেলে আসা সাঁঝের আতর গন্ধ মেখে ফিরে এলাম
:
সম্ভাব্য যতিচিহ্ন নয়
বরং দেশ ছাড়ার আগে আজানের সুরে পরিবর্তনের সুর খুঁজেছিলাম
:
আজও তাই
অপ্রেমে অগভীর সন্ধ্যায় স্পর্শহীন সে ওঠা নামায়
বৈরীতা খুঁজে চলি
:
দীর্ঘ পথ হাঁটার পর
এখন সময়কে গর্ভিণী করি নিত্য অভিলাষে
পটভূমি পাল্টানোকে দূর্বোধ্য স্বরাভাসে ব্যক্ত করি
সম্পর্কের অকাল ভাসান বুঝিয়ে দেয়
বিগত স্পর্ধার কোন নিরাময় নেই
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন