২০১৭-- মানে পৃথিবীতে আসার অর্ধ শতাব্দী পার করে ফেললাম |
পরিবর্তন কি কি দেখেছি তা তো এই পরিধি তে শেষ করা যাবে না | আমার মনের কোনো গহন গোপন কোণে অন্য কিছু কামনা বাসনা লুকিয়ে আছে -- যে ক্ষেত্রে হয় আমার অন্দরে বা বাহিরে ছোট ছোট কিছু পরিবর্তনের আকাঙ্খায় থেকে গিয়েছে --সেটা খুঁজে দেখি !
হ্যাঁ একটা তো এখুনি মনে পড়ছে | ১৭ বছর বাইরে থেকে কলকাতায় যখন ফিরে এলাম, যাদের যেখানে যেমন ছেড়ে গেছিলাম -- খুঁজে পেতে তাদের যোগাযোগ উদ্ধার করলাম ---মনে খুশির জোয়ার নেমে এলো |
দু কান এঁটো করা হাসি আর জায়গা মতো মিষ্টি বা ফুল বা চকলেট নিয়ে --- গুচ্ছের পেট্রল খরচ করে -- প্রাণ জল করা গরমে আর জ্যাম এ গাড়ি চালিয়ে -- পৌঁছতে লাগলাম ভুলে যাওয়া ঠিকানা গুলোতে |
হা ঈশ্বর !
এরা সব কারা ? চেহারা পরিবর্তন নাই বা নজর করলাম --- কিন্তু মন ? কি ভাষায় কি কথা বলছে --আমার ক্ষুদ্র মস্তিষ্কে কিছুই ঢুকছে না যে ! নানাবিধ বাংলা বা হিন্দি সিরিয়াল--- তাদের চরিত্র নিয়ে গভীর ভাবে চিন্তিত ! আগামীতে তাদের জীবনে কি ঘটবে --- সেই নিয়ে আশংকিত বা আশান্বিত |
আমি জীবনে চা বিসকুট তেলেভাজা মিষ্টি সমন্বয়ের জন্য লালায়িত নই-- সে কথা বেমালুম ভুলে গিয়ে সেগুলোই আমাকে জোর করে খাওয়াবেই | ফল দুধ লস্যি--এইসব জিনিস চাইলে আকাশ থেকে কেন পড়ে ?
না থাক | শুধু কষ্ট বাড়া ছাড়া আর কোনো উপকার হবে না | এই সব পরিবর্তিত পরিচিতরা আমার পরিবর্তন হয়তো হজম করতে পারছে না |
আমি বরং ফিরেই যাই --- আমার নিজস্ব পরিমণ্ডলে -- যার পরিবর্তন আর পরিবর্ধন আমার নিজস্ব কর্তৃত্বাধীন |
তথাকথিত আত্মীয়তা বা বন্ধুত্ব রক্ষা আমার ক্ষমতায় কুলোবে না | তারা সবাই নিজস্ব বৃত্তে ঘুরতে থাকুক --- পরিবর্তন এক পাক ঘুরে আবার নিজের জায়গায় ফিরুক ---আমি চললাম |
পরিবর্তন কি কি দেখেছি তা তো এই পরিধি তে শেষ করা যাবে না | আমার মনের কোনো গহন গোপন কোণে অন্য কিছু কামনা বাসনা লুকিয়ে আছে -- যে ক্ষেত্রে হয় আমার অন্দরে বা বাহিরে ছোট ছোট কিছু পরিবর্তনের আকাঙ্খায় থেকে গিয়েছে --সেটা খুঁজে দেখি !
হ্যাঁ একটা তো এখুনি মনে পড়ছে | ১৭ বছর বাইরে থেকে কলকাতায় যখন ফিরে এলাম, যাদের যেখানে যেমন ছেড়ে গেছিলাম -- খুঁজে পেতে তাদের যোগাযোগ উদ্ধার করলাম ---মনে খুশির জোয়ার নেমে এলো |
দু কান এঁটো করা হাসি আর জায়গা মতো মিষ্টি বা ফুল বা চকলেট নিয়ে --- গুচ্ছের পেট্রল খরচ করে -- প্রাণ জল করা গরমে আর জ্যাম এ গাড়ি চালিয়ে -- পৌঁছতে লাগলাম ভুলে যাওয়া ঠিকানা গুলোতে |
হা ঈশ্বর !
এরা সব কারা ? চেহারা পরিবর্তন নাই বা নজর করলাম --- কিন্তু মন ? কি ভাষায় কি কথা বলছে --আমার ক্ষুদ্র মস্তিষ্কে কিছুই ঢুকছে না যে ! নানাবিধ বাংলা বা হিন্দি সিরিয়াল--- তাদের চরিত্র নিয়ে গভীর ভাবে চিন্তিত ! আগামীতে তাদের জীবনে কি ঘটবে --- সেই নিয়ে আশংকিত বা আশান্বিত |
আমি জীবনে চা বিসকুট তেলেভাজা মিষ্টি সমন্বয়ের জন্য লালায়িত নই-- সে কথা বেমালুম ভুলে গিয়ে সেগুলোই আমাকে জোর করে খাওয়াবেই | ফল দুধ লস্যি--এইসব জিনিস চাইলে আকাশ থেকে কেন পড়ে ?
না থাক | শুধু কষ্ট বাড়া ছাড়া আর কোনো উপকার হবে না | এই সব পরিবর্তিত পরিচিতরা আমার পরিবর্তন হয়তো হজম করতে পারছে না |
আমি বরং ফিরেই যাই --- আমার নিজস্ব পরিমণ্ডলে -- যার পরিবর্তন আর পরিবর্ধন আমার নিজস্ব কর্তৃত্বাধীন |
তথাকথিত আত্মীয়তা বা বন্ধুত্ব রক্ষা আমার ক্ষমতায় কুলোবে না | তারা সবাই নিজস্ব বৃত্তে ঘুরতে থাকুক --- পরিবর্তন এক পাক ঘুরে আবার নিজের জায়গায় ফিরুক ---আমি চললাম |
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন