পরিবর্তনের চাকায় পিষ্ট হয়ে
বর্তমান অতীত হয়ে কাঁদে
অথচ স্রোতের মতো বয়ে চলা সময়
ফিরে তাকায়না একটিবার
অচেনা পথিক হয়ে দুর্বার গতিতে ছুটে চলে
দূর থেকে হাতছানি দেয়া ভবিষ্যতকে
আপন করে নিতে
এই ঘোরলাগা পরিবর্তনে
মানুষগুলোও খোলস পালটায়
যার ব্যতিক্রম নই আমিও
আমিও পাল্টে ফেলতে চাই নিজেকে
এই মানুষ থেকে হতে চাই অন্য মানুষ
ছেটে ফেলতে চাই বাড়তি নখের মতো
কষ্ট দেয়া অনুভূতিগুলো
নিরহংকারী নত মস্তক
উদ্ধত করতে চাই আত্মমর্যাদায়
যা বিকিয়ে দিয়েছি অন্যায় আবদারে
দেরাজে বন্দী থাকা অভিমানগুলো
খুলে খুলে দেখতে চাই
কতটা ধুলো জমেছে তাতে
দেখতে চাই শ্বাপদ দানবের নখের আঁচড়ে
কতটা এলোমেলো হয়েছে পেলব হৃদয়
নৈঃশব্দ মাঝরাতে দুঃস্বপ্নে জেগে ওঠা ক্লান্ত চোখ
তারার আলোয় পথ খুঁজে খুঁজে অবশেষে
ভোরের আলোয় সূচনা করে ব্যস্ততম দিনের
বদলে যায় সময় ও জীবনের পটভূমি
বদলে যায় নিজ হাতে গড়া সম্পর্কগুলো
জীবন মাস্তুলে লাগা এই পরিবর্তনের হাওয়ায়
আপাত দৃষ্টিতে বদলে গেছি মনে হলেও
আসলে কি পরিবর্তন হয়
স্মৃতিপথে বারবার হেঁটে বেড়ানো
আমাদের অন্তরাত্মার
দিনের আলোয় ঘুমিয়ে থাকলেও
রাতের একাকীত্বে জেগে উঠে যে
পাড়ি জমায় স্মৃতির পাতায়
বর্তমান অতীত হয়ে কাঁদে
অথচ স্রোতের মতো বয়ে চলা সময়
ফিরে তাকায়না একটিবার
অচেনা পথিক হয়ে দুর্বার গতিতে ছুটে চলে
দূর থেকে হাতছানি দেয়া ভবিষ্যতকে
আপন করে নিতে
এই ঘোরলাগা পরিবর্তনে
মানুষগুলোও খোলস পালটায়
যার ব্যতিক্রম নই আমিও
আমিও পাল্টে ফেলতে চাই নিজেকে
এই মানুষ থেকে হতে চাই অন্য মানুষ
ছেটে ফেলতে চাই বাড়তি নখের মতো
কষ্ট দেয়া অনুভূতিগুলো
নিরহংকারী নত মস্তক
উদ্ধত করতে চাই আত্মমর্যাদায়
যা বিকিয়ে দিয়েছি অন্যায় আবদারে
দেরাজে বন্দী থাকা অভিমানগুলো
খুলে খুলে দেখতে চাই
কতটা ধুলো জমেছে তাতে
দেখতে চাই শ্বাপদ দানবের নখের আঁচড়ে
কতটা এলোমেলো হয়েছে পেলব হৃদয়
নৈঃশব্দ মাঝরাতে দুঃস্বপ্নে জেগে ওঠা ক্লান্ত চোখ
তারার আলোয় পথ খুঁজে খুঁজে অবশেষে
ভোরের আলোয় সূচনা করে ব্যস্ততম দিনের
বদলে যায় সময় ও জীবনের পটভূমি
বদলে যায় নিজ হাতে গড়া সম্পর্কগুলো
জীবন মাস্তুলে লাগা এই পরিবর্তনের হাওয়ায়
আপাত দৃষ্টিতে বদলে গেছি মনে হলেও
আসলে কি পরিবর্তন হয়
স্মৃতিপথে বারবার হেঁটে বেড়ানো
আমাদের অন্তরাত্মার
দিনের আলোয় ঘুমিয়ে থাকলেও
রাতের একাকীত্বে জেগে উঠে যে
পাড়ি জমায় স্মৃতির পাতায়
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন