নারী হয়েও, কয়েকটা লাইন লিখছি আমি
নারী হয়েও, সলিঙ্গ থিওরি থেকে আসামী
:
নারী মানে একটা নদী, নারী মানে ঝরা কুসুম
নারী মানে পাতাবাহার, নারী মানে অন্তরঙ্গ ঘুম
নারী মানে স্বরবিতানের দোমহনা
নারী মানে প্রতিবিম্ব উড়বে না
:
নারী মানে মাইক্রোচিপস, তুলতুলে তৃণলতা
নারী মানে আনারদানা, নীল অপরাজিতা
নারী মানে, দশমিক অঙ্কের সরগম শিস
নারী মানে, হার্ডডিস্কের ইচ্ছাপূরণ মিস
:
নারী মানে ধূপছাও টুপির উদ্যান, আধখানা রোদ্দুর
নারী মানে স্বরলিপি, আষাঢ় মাসের শেষ দিনে ঘুঙুর
নারী মানে, পুতুলনাচের আস্ত ঝরোকা
নারী মানে, টুকরো রাতের ফোয়ারা মাইকা
:
নারী মানে সেরামিক চন্দ্রমল্লিকা, ঢাকাই জামদানি
নারী মানে সাঁতারকেন্দ্র, ওগো নখরজ্ঞনী
নারী মানে, চিলেকোঠার সুন্দর মুখশ্রী
নারী মানে, ফেরিবোটের হুইলকুর্শি
:
নারী মানে, দূরবীক্ষণের ভুল দিকে দাঁড়িয়ে
নারী মানে, সর্বংসহা ভাস্কর্যের সঙ্গমে হারিয়ে
নারী মানে, শূন্যতাও দেখতে যদি পাও
নারী মানে হারিয়ে গেলে, ভাষাহীন হও
নারী হয়েও, সলিঙ্গ থিওরি থেকে আসামী
:
নারী মানে একটা নদী, নারী মানে ঝরা কুসুম
নারী মানে পাতাবাহার, নারী মানে অন্তরঙ্গ ঘুম
নারী মানে স্বরবিতানের দোমহনা
নারী মানে প্রতিবিম্ব উড়বে না
:
নারী মানে মাইক্রোচিপস, তুলতুলে তৃণলতা
নারী মানে আনারদানা, নীল অপরাজিতা
নারী মানে, দশমিক অঙ্কের সরগম শিস
নারী মানে, হার্ডডিস্কের ইচ্ছাপূরণ মিস
:
নারী মানে ধূপছাও টুপির উদ্যান, আধখানা রোদ্দুর
নারী মানে স্বরলিপি, আষাঢ় মাসের শেষ দিনে ঘুঙুর
নারী মানে, পুতুলনাচের আস্ত ঝরোকা
নারী মানে, টুকরো রাতের ফোয়ারা মাইকা
:
নারী মানে সেরামিক চন্দ্রমল্লিকা, ঢাকাই জামদানি
নারী মানে সাঁতারকেন্দ্র, ওগো নখরজ্ঞনী
নারী মানে, চিলেকোঠার সুন্দর মুখশ্রী
নারী মানে, ফেরিবোটের হুইলকুর্শি
:
নারী মানে, দূরবীক্ষণের ভুল দিকে দাঁড়িয়ে
নারী মানে, সর্বংসহা ভাস্কর্যের সঙ্গমে হারিয়ে
নারী মানে, শূন্যতাও দেখতে যদি পাও
নারী মানে হারিয়ে গেলে, ভাষাহীন হও
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন