বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০১৭

ব্যথার পূজা ----- শ্রীলেখা মুখার্জ্জী

মনের একান্ত প্রান্তরে হাহুতাশ
এক আকাশ সম্মোহনী নিঃসঙ্গতা---
'
নিবিড় ব্যথাগুলির আহুতি-যজ্ঞ
বিষণ্ণনতার ধিকিধিকি আঁচে,
ভস্মীভূত ধূসর আস্তরণ ঢেকে দেয়
সুসজ্জিত যাপন-সরণী--
'
পুর্নজীবন প্রাপ্ত ফিনিক্স পাখি
গভীরতর দুঃখ বুকের সংগোপনে,
খড়কুটো গোঁজা আশিয়ানায়
কষ্টের রঙে আলপনা আঁকি
অমৃত কলসে রাখি স্মৃতি-পল্লব --
'
অশ্রু ধোয়া ম্রিয়মান বেদনার
নৈবেদ্য সাজাই আজানের গোধূলিতে
সমাপ্তি থেকে উৎসারিত বিচ্ছিন্নদ্বীপে
আমার ব্যথার পূজার সন্ধ্যারতি--

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদিকার ডেস্ক থেকে

উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব...