বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০১৭

দুঃখিত ----- দেবাশিস মুখোপাধ্যায়

সেই কবিতার মেয়েটিকে আমি চিনি না
যাকে ধর্ষণের সময় ও পরে মোবাইলের ক্যামেরা তুলে নিচ্ছিল 
তার স্তনের ক্ষত আর যোনির রক্ত
কিন্তু কিছুতেই তুলতে পারছিল না যন্ত্রণা বাইরের আর ভিতরের
ক্যামেরা ও সঙ্গমকারীর উল্লাস
একটা পাখির বাচ্চাকে খেয়ে নেওয়া
বিড়ালের মুখ ভাবলেশহীন
হীন শব্দটি কাদের পাশে বসবে মেয়েটি ঠিক করে নিক
তার কাছে লুকনো ব্লেড না থাকার
জন্য দুঃখিত কথা লিখি
আর বিশ ফুট উঁচু থেকে নগ্ন মেয়েটি
নামলে
আমি নিজের থেকে পালাতে পালাতে
একটি হীনম্মন্যতার কবিতা লিখি
হাজার বাহবার বন্যায় আমার দেয়াল
ভরে ওঠে
কেউ বলে না
ওকে একটা কাপড় দে রে হারামজাদা

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদিকার ডেস্ক থেকে

উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব...