বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০১৭

যাই --- লুতফুল হোসেন

ছিন্ন সূতার সীমান্তে তখনো
থমকে থাকে স্তিমিত নাটাই
ইতোচাঞ্চল্যের দ্যোদুল্যমান ঘুড়ি ।
স্তব্ধ দিন কাটুক কি না কাটুক ছাই
সময় গড়িয়ে গেলে স্মৃতির তোরঙ্গ
বুজিয়ে রেখে ব্যস্ত বেলা
অকস্মাৎ অন্তরঙ্গ বলে ওঠে - যাই

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদিকার ডেস্ক থেকে

উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব...