ছিন্ন সূতার সীমান্তে তখনো
থমকে থাকে স্তিমিত নাটাই
ইতোচাঞ্চল্যের দ্যোদুল্যমান ঘুড়ি ।
স্তব্ধ দিন কাটুক কি না কাটুক ছাই
সময় গড়িয়ে গেলে স্মৃতির তোরঙ্গ
বুজিয়ে রেখে ব্যস্ত বেলা
অকস্মাৎ অন্তরঙ্গ বলে ওঠে - যাই
থমকে থাকে স্তিমিত নাটাই
ইতোচাঞ্চল্যের দ্যোদুল্যমান ঘুড়ি ।
স্তব্ধ দিন কাটুক কি না কাটুক ছাই
সময় গড়িয়ে গেলে স্মৃতির তোরঙ্গ
বুজিয়ে রেখে ব্যস্ত বেলা
অকস্মাৎ অন্তরঙ্গ বলে ওঠে - যাই
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন