বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০১৭

চারুলতার বিবর্তন ---- শমিতা চক্রবর্তী

জানলার খড়খড়ির ওপারে চারুলতার একলা দুপুর 
দূরবীন চোখে নিঃসঙ্গতার 
ধূ ধূ মরুভূমি ------

সময়ের হাত ধরে বিবর্তন হয় চারুলতার --- হয়তো কোনো 
সোমলতায় ----------
জানলার কাঁচে তার 
গনগনে দুপুর --- নীরবতা ভাঙে 
সঙ্গীবিহীন কোনো কোকিলের 
ডাক 

বিগতদিনের ব্যস্ততা --সব সেরে 
সে এখন একাকী রত্নগর্ভা হয়েই থাক 

রোজ মুঠো ফোনে চলে কিছু 
কেজো আলাপ 
ঘরের মানুষ ব্যাস্ত বড় , তার ও 
কাজের চাপ 

স্যোসাল নেটওয়ার্কিং সাইটে খানিক ঘোরাঘুরি সেরে 
ক্লান্ত পায়ে আবার একাকীত্বের 
শৃঙ্খল 

যুগ থেকে যুগ ধরে চারুলতারা 
বদলায় কি ?
শুধু দৃশ্যপট বদলে যায় 
কখনও সোমলতা কখনও বা 
আরও কেউ ----এভাবেই থেকে 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদিকার ডেস্ক থেকে

উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব...