বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০১৭

বদল মানুষ --- প্রণব বসু রায়

ন্ধ ঘরে দু'একটি আসবাব সামান্য সরাই
নাইট ল্যাম্পের শেড বদলে দিলে
চেনা ঘর অন্যের গৃহ বলে মনে হতে পারে
তখন বিছানায় বসতে সঙ্কোচ লাগে
আবাল্যের শিক্ষা বসিয়ে রাখে কাঠের চেয়ারে
আমাদের ইচ্ছাগুলি তখন ছিঁড়ে ছিঁড়ে যায়
ছিপ রেখে দিই বারান্দার পাশে
আর এ্যাকোয়ারিয়ামে গুঁড়ো খাবার দেবার সময়
সেলফি তুলে রাখি।
কার্তুজের বাক্স মেলে দিই ভেজা চাঁদের আলোয়
ইঁদুরের গর্তে ঢেলে দিই শস্যের দানা
কুয়োতলা সরে যায় কদম গাছের ছায়ায়
আর আমিও দেশলাই কাঠি দিয়ে তৈরী করি রাজার প্রাসাদ
এবং, তারপরে সে দৃশ্য থেকে আর নড়তে পারি না...
#
অথচ আমি এক মাংসাসী প্রাণী
আমার ভ্রমণ পথ সিংহল থেকে সাহারা
প্রিয় খাবারের খোঁজে
আমি অনায়াসে ছাদের পর ছাদ টপকাই
রোজ রাতে ও আংশিক দিনে
রবীন্দ্র সেতু থেকে বিদ্যাসাগর ব্রিজ জুড়ে দিই আলোর মালায়
পুষি রাজহাঁস, শতাব্দী প্রাচীন গাছের গুঁড়িতে ডেরা বেঁধে দিই
#
বিশ্বাস হয় না সামান্য পরিবর্তনে
আমিও কেমন বদল-মানুষ হয়ে যেতে থাকি...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদিকার ডেস্ক থেকে

উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব...