বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০১৭

আমাদের যাত্রা --- দীপঙ্কর বেরা

কি যেন একটা দৈর্ঘ্য বরাবর বালুকারেখা
আমি ফেলে আসা দূর সীমানায় কিছু দেখা 

ঢেউ গোনা অবসরে জ্যামিতিক প্রতিচ্ছবি
গলুই ভাবনায় মায়াবী রঙে বিষণ্ণ সবই

দিকচক্রবাল নোঙর ফেলে নি কতকাল
মুহূর্তের হাতে গোনা রহস্য মাপছে রত্নজাল

তোমার শ্বাস আঁকছে দিগন্তের অজেয়বাদ
আমি তাই অনাবিল নদী চর বাদানুবাদ

যে বেঁধেছে সেও ভেসে যাবে মোহনায়
ঠায় দাঁড়িয়ে থাকা নৌকো ঐ দেখা যায়

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদিকার ডেস্ক থেকে

উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব...