একলা থেকে গেছে কেউ কেউ গভীরে,
সমুদ্র যেমন রেখেছে বিষাদ বিস্তারে,
ঢেউ চিহ্ন রাখেনি, লেপটানো সিঁদুরের
শুধু ভেঙেছে কত ভেতরে, ভেতরে।
থেকে গেছে কেউ কেউ , বিষন্ন, একা,
সকালের ক্যকোফোনি, পেরিয়ে দূর দূর ভাসা,
জেলে নৌকায় থেকে গেছে পোড়া সিগারেট
আজ কিছু নেই, শুন্যতা ছাড়া.
সমুদ্র যেমন রেখেছে বিষাদ বিস্তারে,
ঢেউ চিহ্ন রাখেনি, লেপটানো সিঁদুরের
শুধু ভেঙেছে কত ভেতরে, ভেতরে।
থেকে গেছে কেউ কেউ , বিষন্ন, একা,
সকালের ক্যকোফোনি, পেরিয়ে দূর দূর ভাসা,
জেলে নৌকায় থেকে গেছে পোড়া সিগারেট
আজ কিছু নেই, শুন্যতা ছাড়া.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন