বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী, ২০১৭

ইচ্ছেকথা ----- ব্রততী সান্যাল

সম্পর্কগুলো ‘শাখাপ্রশাখা’ মেলতে শিখছে.. 
অভিনয়ের মাপ বুঝে গাঢ় হয় আজকাল, 
‘আকাশকুসুম’ স্বপ্ন-বুনটে
প্রাসঙ্গিকতা রঙ হারিয়েছে কবেই— 
:
যাবতীয় বিষাদ ‘প্রাক্তন’ হয় নি, 
সময়স্রোতের আস্তরণ জমেছে কেবল— অভিমানের আলপথ বেয়ে স্মৃতিফ্রেমে ‘অভিযান’, 
প্রাত্যহিক অভ্যাস এখন.. 

ভাবছি ‘কোনি’ হয়ে উঠবো, 
ডুব-সাঁতারে অনায়াসে ছুঁয়ে দেব
নিয়মিত দায়ভারের ব্যাসার্ধ.. 
ছুটে যাব ধূ ধূ বালির দেশে, 
সবুজাভ প্রান্তর স্থাপিত হবে— হৃদয়ের হিল্লোল ভেঙে একদিন.. 
‘সোনার কেল্লা’র অলিন্দে খুঁজবো
অপ্রকাশিত শব্দের ছায়াঘর---

‘অপুর সংসার’ সেজে উঠেছিল
কাজলের হাত ছুঁয়ে পরিশেষে, 
আপাত বিরহ-অভ্যাসের ‘বসন্ত বিলাপ’
যাপনকে দুর্বোধ্য করছে ক্রমেই.. 
সংসার সাজানো বুঝি হয়ে উঠলো না আর---

আমি ‘চারুলতা’ হতে চাই, 
অহেতুক বৈধতার ‘অশনি সংকেত’ ছাপিয়ে, 
কবিতার ভিড়ে এঁকে দিতে চাই
আলোমাখা চিরাচরিত সেই ঘ্রাণ.. 

পাড়ভাঙা সমুদ্রে ইচ্ছেস্নান সেরে, 
‘বেলাশেষে’ অমলের হাত ধরে 
গিয়ে দাঁড়াবো অজানা উপত্যকার খাঁজে---
গোধূলির ক্ষণ ঘিরে মেপে দেখবো
মনকাড়া স্বপ্নের অঘোষিত পরিসর.. 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদিকার ডেস্ক থেকে

উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব...