শোনো অপূর্ব ,
আজ অনেক দিন পরে,তোমার শেষ চিঠির জবাব লিখতে বসেছি, সেই কবে, কতকাল আগে লেখা তোমার প্রেমপত্র আমি আজও সযত্নে তুলে রেখেছি, না ভুল করছো তুমি,ভালোবেসে নয়, আমার' প্রাক্তন' প্রেমিকের
'বসন্ত বিলাপ' আমার সন্তানদের শোনাবো বলে,যাতে তারা আমার মতো 'আকাশ কুসুম'
না রচনা করে।
তোমার সাথে প্রেমে আমার তরফ থেকে কোনো ঘাটতি
ছিলো না হয়তো তুমিও সেই বয়সে দাঁড়িয়ে আজকের মতো স্বার্থান্ধ ছিলে না,তুমি আমার সাথে ঘর বাঁধতে চেয়েছিলে, ঘর হয়েছিলো কিন্তু অসম্ভব পুরানোপন্থী তোমার গোঁড়া পরিবার আমাকে কোন স্বাধীনতা দেয় নি,আমাকে
'সোনার কেল্লা'য় বন্দী করে রাখা হয়েছিলো, আমার লেখার জগত থেকে আমাকে, তোমাদের 'শাখা প্রশাখা'য় বিস্তৃত বিশাল পরিবারে বন্দী রাখা হয়েছিলো।
সর্বদাই শুনতে এই মেয়ে 'অপুর সংসারে'র জন্য উপযুক্ত নয়, এ মেয়ে
ঘরে বাইরে নাম কিনতে চাওয়া মেয়ে।
তোমার সাথে সাতপাকে বাঁধা পড়ে,আমি 'অশনি সংকেত' কে অগ্রাহ্য করেছি, দিন দিন ক্রমবর্ধমান অশান্তিতে আমাকে নিভৃত 'অভিযান'
চালাতে হয়েছিলো, তোমার ভাই যে নানা পত্রিকায় লেখালেখি করে, আমাকে
আন্তরিক সাহায্য করেছিলো, তাই আজ আমি
একটা বিশিষ্ঠ পত্রিকার সম্পাদিকা পদে আসীন।
আমি তোমার ভাইয়ের কাছে চিরকৃতজ্ঞ থাকবো।
আমাকে 'কোনি'র মত সেই দুঃসহ জীবনে ডুব সাঁতারে
পাড়ী দেবার রাস্তা দেখিয়েছিলো, আমাকে আমার পছন্দের রাস্তায় চলতে শিখিয়েছিলো,আর
তুমি নির্লিপ্ত হয়ে তোমার বাড়ীর মনোভাব দেখিয়েছো,
তারপর গঙ্গায় অনেক জল
বয়ে গেছে, আমাকে আবার বাঁচার পথ দেখিয়েছে অমিত, আমরা এখন একসাথেই থাকি,অমিতের
নিজস্ব লেখালেখির দুনিয়ায়
ব্যস্ত আর এখন এতদিন পর তুমি তোমার সন্তানের কাস্টডী চাইছো,যে অমিত কেই নিজের বাবা মনে করে,কেনো ওকে কনফিউসড কোরছো হঠাত এতদিন পরে।
তুমি এখনও নিজের ঘরসংসার সাজাতে পারো,
আমাদের দেশে দারিদ্রতা র দেশে মেয়েরা তো সব সময়ই সস্তা। বেলাশেষেও
তুমি ঘর বাঁধতে পারো।
তুমি আমার সন্তানের পিতা, কিন্তু সেদিন তুমি আমাকে যেদিন ওরা মিথ্যে বদনাম দিয়ে আমায় ঘরছাড়া করেছিলো,আমার সাথ দাও নি।
ভালো থেকো,
ইতি,
চারু (চারুলতা)
আজ অনেক দিন পরে,তোমার শেষ চিঠির জবাব লিখতে বসেছি, সেই কবে, কতকাল আগে লেখা তোমার প্রেমপত্র আমি আজও সযত্নে তুলে রেখেছি, না ভুল করছো তুমি,ভালোবেসে নয়, আমার' প্রাক্তন' প্রেমিকের
'বসন্ত বিলাপ' আমার সন্তানদের শোনাবো বলে,যাতে তারা আমার মতো 'আকাশ কুসুম'
না রচনা করে।
তোমার সাথে প্রেমে আমার তরফ থেকে কোনো ঘাটতি
ছিলো না হয়তো তুমিও সেই বয়সে দাঁড়িয়ে আজকের মতো স্বার্থান্ধ ছিলে না,তুমি আমার সাথে ঘর বাঁধতে চেয়েছিলে, ঘর হয়েছিলো কিন্তু অসম্ভব পুরানোপন্থী তোমার গোঁড়া পরিবার আমাকে কোন স্বাধীনতা দেয় নি,আমাকে
'সোনার কেল্লা'য় বন্দী করে রাখা হয়েছিলো, আমার লেখার জগত থেকে আমাকে, তোমাদের 'শাখা প্রশাখা'য় বিস্তৃত বিশাল পরিবারে বন্দী রাখা হয়েছিলো।
সর্বদাই শুনতে এই মেয়ে 'অপুর সংসারে'র জন্য উপযুক্ত নয়, এ মেয়ে
ঘরে বাইরে নাম কিনতে চাওয়া মেয়ে।
তোমার সাথে সাতপাকে বাঁধা পড়ে,আমি 'অশনি সংকেত' কে অগ্রাহ্য করেছি, দিন দিন ক্রমবর্ধমান অশান্তিতে আমাকে নিভৃত 'অভিযান'
চালাতে হয়েছিলো, তোমার ভাই যে নানা পত্রিকায় লেখালেখি করে, আমাকে
আন্তরিক সাহায্য করেছিলো, তাই আজ আমি
একটা বিশিষ্ঠ পত্রিকার সম্পাদিকা পদে আসীন।
আমি তোমার ভাইয়ের কাছে চিরকৃতজ্ঞ থাকবো।
আমাকে 'কোনি'র মত সেই দুঃসহ জীবনে ডুব সাঁতারে
পাড়ী দেবার রাস্তা দেখিয়েছিলো, আমাকে আমার পছন্দের রাস্তায় চলতে শিখিয়েছিলো,আর
তুমি নির্লিপ্ত হয়ে তোমার বাড়ীর মনোভাব দেখিয়েছো,
তারপর গঙ্গায় অনেক জল
বয়ে গেছে, আমাকে আবার বাঁচার পথ দেখিয়েছে অমিত, আমরা এখন একসাথেই থাকি,অমিতের
নিজস্ব লেখালেখির দুনিয়ায়
ব্যস্ত আর এখন এতদিন পর তুমি তোমার সন্তানের কাস্টডী চাইছো,যে অমিত কেই নিজের বাবা মনে করে,কেনো ওকে কনফিউসড কোরছো হঠাত এতদিন পরে।
তুমি এখনও নিজের ঘরসংসার সাজাতে পারো,
আমাদের দেশে দারিদ্রতা র দেশে মেয়েরা তো সব সময়ই সস্তা। বেলাশেষেও
তুমি ঘর বাঁধতে পারো।
তুমি আমার সন্তানের পিতা, কিন্তু সেদিন তুমি আমাকে যেদিন ওরা মিথ্যে বদনাম দিয়ে আমায় ঘরছাড়া করেছিলো,আমার সাথ দাও নি।
ভালো থেকো,
ইতি,
চারু (চারুলতা)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন