বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী, ২০১৭

জীবন্ত ফসিল ----- মুনমুন মুখার্জ্জী

আমার কাছে ভালবাসার মানে ছিল
কিছু মিষ্টি অনুভূতি,
উত্তম সুচিত্রার রোম্যান্টিক সিনেমার মত 
হাতে হাত; চোখে চোখ
অন্তরে অব্যক্ত শত কথা।
তুমিই শেখালে, ভালবাসায় বন্যতা থাকে

আমার কাছে প্রেম মানে ছিল –
কিছু কবিতা আর গান,
জীবনানন্দের বনলতা সেনের মত
জোনকি-রঙে ঝিলমিল
মুখোমুখি বসা
তুমিই শেখালে, প্রেমে না পাওয়ার কান্না থাকে
আমার কাছে পরিণয় মানে ছিল 
কিছু সুখী অবয়ব,
ফ্রেমে বাঁধানো ছবির মত
তুমি, আমি, সন্তান আর আমাদের পরিজন
একে অপরকে ভালবাসার ডোরে বেঁধে রাখা।
তুমিই শেখালে, পরিণয়ে দূরত্ব থাকে
আমার কাছে জীবন মানে ছিল
কিছু সুন্দর মুহূর্ত,
ছেলেবেলার রূপকথার গল্পের মত
কান্না-হাসির ভেলায় চড়ে
একসাথে পথ চলা।
তুমিই শেখালে, জীবনে একাকীত্ব থাকে

এখন
আমারই বন্য দংশনে ভালবাসা দিশাহীন,
আমারই বিরামহীন ক্রন্দনে প্রেম অনুভূতিহীন,
আমারই সৃষ্ট দূরত্বে পরিণয় মৃতপ্রায়,
আমারই একাকী রাজ্যে জীবন লুপ্তপ্রায়।
তবুও তোমারই আগাছা হয়ে, তোমাকেই আঁকড়ে ধরে
অবলীলায় বেঁচে আছি আমি
এক জীবন্ত ফসিল

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদিকার ডেস্ক থেকে

উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব...