ছুটির খবরে উড়লো সে;
পড়ে থাকলো দূরে... রগরগে
অন্যায়বিচারী দুপুর।
আজ তো কোলাহল শেষে
প্রদীপ দেখাবে... আলো টিমটিমে
ঝুনঝুন সে নূপুর
ভোরবেলা কাল ভাঙবেনা ঘুম;
কুয়াশার মরশুমে... হিমহিম
ভেজা ধানশীষ।
ভিজবে অকাতর দুটো মন আর
মিলবে সুরে সুর... প্রেমপ্রেম
পাখিদের কুর্নিশ
কাজের কথায় কাজ নেই আর
অকাজেই উদ্ধার... ঝমাঝম
অক্লান্ত কথামালা।
এখন দুদিন সুদিন আছে
ভুলের আসর... হড়বড়
নষ্ট করোনা খেলা
পড়ে থাকলো দূরে... রগরগে
অন্যায়বিচারী দুপুর।
আজ তো কোলাহল শেষে
প্রদীপ দেখাবে... আলো টিমটিমে
ঝুনঝুন সে নূপুর
ভোরবেলা কাল ভাঙবেনা ঘুম;
কুয়াশার মরশুমে... হিমহিম
ভেজা ধানশীষ।
ভিজবে অকাতর দুটো মন আর
মিলবে সুরে সুর... প্রেমপ্রেম
পাখিদের কুর্নিশ
কাজের কথায় কাজ নেই আর
অকাজেই উদ্ধার... ঝমাঝম
অক্লান্ত কথামালা।
এখন দুদিন সুদিন আছে
ভুলের আসর... হড়বড়
নষ্ট করোনা খেলা
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন