মাত্রাহীন উষ্ণতার আকর্ষণে
দূরে সরে যায় কাছের মানুষ
একা যান্ত্রিকতার জীবন
স্বপ্নে ভাসে নীল পাহাড়ের দেশ
মেঘের জানলা খোলে না দমকা হাওয়ায়
তুলিকলমের জলছবিও ধূসর হয়
সময়ের অস্থিরতায়
ছন্দহীন নিঃসঙ্গতা যাপন
চোরাবালির নীল-ঘূর্ণির টানে
ভুল পথে পা বাড়াই বার বার
স্মৃতি পথের সে আলোছায়া
আজ দিকশূণ্য আত্মদহন
দূরে সরে যায় কাছের মানুষ
একা যান্ত্রিকতার জীবন
স্বপ্নে ভাসে নীল পাহাড়ের দেশ
মেঘের জানলা খোলে না দমকা হাওয়ায়
তুলিকলমের জলছবিও ধূসর হয়
সময়ের অস্থিরতায়
ছন্দহীন নিঃসঙ্গতা যাপন
চোরাবালির নীল-ঘূর্ণির টানে
ভুল পথে পা বাড়াই বার বার
স্মৃতি পথের সে আলোছায়া
আজ দিকশূণ্য আত্মদহন
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন