বড় রাস্তার মোড়ে তখন গ্রীষ্মকাল
অনিবার্য দহন পেরিয়ে আলোছায়ার'র আল্পনা আঁকছিল
সারি সারি কার্নিশগুলি
ইচ্ছাকৃত প্রশ্রয় পেয়েই
'একা ' নামক বিলাসিতা নেমে এলো
মেঘ পাহাড় ফেলে অবসরের সমভূমি'তে
কাছের মানুষ আর ব্যস্ততা যখন সমার্থক
দমকা হাওয়া'র কাছে আর্জি থাকে এক প্রবল বর্ষণের.....
ক্রমে 'বন্ধুত্ব ' নামক সম্পর্কটি হাতের মুঠোয় আসা মাত্রই
নীল ঘূর্ণি'র আকার ধারণ করে
পদস্খলন নাকি বিচ্যুতি.......
বুঝে ওঠার আগেই জলছবি'তে ফুটে ওঠে বিশ্বাসঘাতকের নাম
অনিবার্য দহন পেরিয়ে আলোছায়ার'র আল্পনা আঁকছিল
সারি সারি কার্নিশগুলি
ইচ্ছাকৃত প্রশ্রয় পেয়েই
'একা ' নামক বিলাসিতা নেমে এলো
মেঘ পাহাড় ফেলে অবসরের সমভূমি'তে
কাছের মানুষ আর ব্যস্ততা যখন সমার্থক
দমকা হাওয়া'র কাছে আর্জি থাকে এক প্রবল বর্ষণের.....
ক্রমে 'বন্ধুত্ব ' নামক সম্পর্কটি হাতের মুঠোয় আসা মাত্রই
নীল ঘূর্ণি'র আকার ধারণ করে
পদস্খলন নাকি বিচ্যুতি.......
বুঝে ওঠার আগেই জলছবি'তে ফুটে ওঠে বিশ্বাসঘাতকের নাম
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন