বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী, ২০১৭

ডায়েরী ------ নয়নিকা সেন

চলো আজ অন্ধকার নিয়ে কথা বলি 
তার আগে চিনে রাখো দীর্ঘকালীন উপস্থিতির পর অনুপস্থিতির জলছবি 

কোন এক নিশ্চিন্ত সময়ে একা হাঁটা জীবনের চৌকাঠে 
অতর্কিত প্রেম এসে দাঁড়িয়েছিলো দমকা হাওয়া'র মতো 

মেঘ -পাহাড় ঘেরা দার্জিলিঙের আত্মমগ্ন অন্ধকার ভেদ করে 
আলোকের ভাণ্ডারী ... কাছের মানুষ হয়ে তুমি এসেছিলে 

অথচ জীবন যে বায়োস্কোপ নয় একথা ভুলে গিয়েছিলাম সে সময়ে 
নিশ্চিন্ত সাদা আলোর সম্ভাবনার পিছনে
অপেক্ষারত দহন'এর সংকেত অনুভব করতে পারিনি 

আজ ... শরীর জোড়া রামধনু নিয়েই আমি একা' 
নীল ঘূর্ণি'র অন্ধকারের কাছে আজ নিঃশর্ত আত্ম -সমর্পণ 

অস্তিত্বের চৌম্বকক্ষেত্রে ভালবাসার আলোছায়া ' পরজন্মের গল্প 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদিকার ডেস্ক থেকে

উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব...