দুরত্ব শয্যায় কাছের মানুষ
একা নীলঘুর্ণি-র আলোছায়া
ডিঙানো রাজত্বে মেঘ-পাহাড়
আমি আমি চিৎকারের মায়া
জলছবি আঁকা দমকা হাওয়া
দহন রাতের বিদগ্ধ আকার
কাল পেরিয়ে কালের কথায়
যুগ মানুষের হাহাকার।
পার্বণ স্রোত নিজস্ব সংলাপে
তথ্যের সূত্রে আনত জিজ্ঞাসা
লিখে রাখা সেই একক
সুচিত্র বরণ দূরন্ত আশা
একা নীলঘুর্ণি-র আলোছায়া
ডিঙানো রাজত্বে মেঘ-পাহাড়
আমি আমি চিৎকারের মায়া
জলছবি আঁকা দমকা হাওয়া
দহন রাতের বিদগ্ধ আকার
কাল পেরিয়ে কালের কথায়
যুগ মানুষের হাহাকার।
পার্বণ স্রোত নিজস্ব সংলাপে
তথ্যের সূত্রে আনত জিজ্ঞাসা
লিখে রাখা সেই একক
সুচিত্র বরণ দূরন্ত আশা
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন