চারুলতার নিঃসঙ্গ দিনলিপি
দূরবীন চোখে
আঁকড়ে ধরতে চায় ঠাকুরপো কে--
ঈশান কোণের অশনি সংকেত অগ্রাহ্য করে,
বেলাশেষে শাখা-প্রশাখা ছুঁয়ে যাওয়া বাতাসের
বসন্ত-বিলাপ...প্রাক্তন আবর্তে আকাশ কুসুম
চয়নে ব্যস্ত থাকে--
কোনি ক্লান্ত অনুশীলনের অবকাশে
এক মুহূর্তের জন্য সাঁতারু-স্বপ্ন নিঙড়ে,
সোনার কেল্লা অভিযানে মরুভূমি তে
ওয়েসিস খোঁজে--
বাউন্ডুলে অপুর সংসার গোছানো
আর হয়ে ওঠে না
স্বপ্ন ছন্নছাড়া ছন্দেই বয়ে চলে--
দূরবীন চোখে
আঁকড়ে ধরতে চায় ঠাকুরপো কে--
ঈশান কোণের অশনি সংকেত অগ্রাহ্য করে,
বেলাশেষে শাখা-প্রশাখা ছুঁয়ে যাওয়া বাতাসের
বসন্ত-বিলাপ...প্রাক্তন আবর্তে আকাশ কুসুম
চয়নে ব্যস্ত থাকে--
কোনি ক্লান্ত অনুশীলনের অবকাশে
এক মুহূর্তের জন্য সাঁতারু-স্বপ্ন নিঙড়ে,
সোনার কেল্লা অভিযানে মরুভূমি তে
ওয়েসিস খোঁজে--
বাউন্ডুলে অপুর সংসার গোছানো
আর হয়ে ওঠে না
স্বপ্ন ছন্নছাড়া ছন্দেই বয়ে চলে--
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন