ভালবাসি ভালবাসি, এই সুরে কাছে দূরে, জলে স্থলে বাজায় বাজায় বাঁশি
ভালবাসি... ভালবাসি/
*সেই সুরে সাগর কূলে, বাধন খুলে, অতোল রোদন ওঠে দুলে সেই সুরে বাজে মনে অকারনে, ভুলে যাওয়া গানের বাণী, ভোলা দিনের কাঁদন, কাঁদন হাসি,
ভালবাসি... ভালবাসি"
.
বসে দুলি বসে দুলি, বারান্দার ওই দোলনাতে, মনে মনে সাজাই তোমার ছবি
ভালবাসি... ভালবাসি
চুল উড়ে খোলা হাওয়ায়, বাঁধন ছেড়ে অনেক দূরে যাবে চলে সেই সনে
পড়ে মনে অকারণে, তোমার গানের সুরের ধ্বনি, গভীর প্রেমের গোপন গোপন বাঁশি,
ভালবাসি... ভালবাসি
.
হিজল বনে তোমার সনে, হাতে ধরে, অনেক দূরের সবুজ মাঠে এই বুকে হৃদয় পেতে আনমনে, ডুবে যাওয়া নয়ন খানি, ভোলা স্মৃতির নাচন, নাচন রাশি,
ভালবাসি... ভালবাসি
ভালবাসি... ভালবাসি/
*সেই সুরে সাগর কূলে, বাধন খুলে, অতোল রোদন ওঠে দুলে সেই সুরে বাজে মনে অকারনে, ভুলে যাওয়া গানের বাণী, ভোলা দিনের কাঁদন, কাঁদন হাসি,
ভালবাসি... ভালবাসি"
.
বসে দুলি বসে দুলি, বারান্দার ওই দোলনাতে, মনে মনে সাজাই তোমার ছবি
ভালবাসি... ভালবাসি
চুল উড়ে খোলা হাওয়ায়, বাঁধন ছেড়ে অনেক দূরে যাবে চলে সেই সনে
পড়ে মনে অকারণে, তোমার গানের সুরের ধ্বনি, গভীর প্রেমের গোপন গোপন বাঁশি,
ভালবাসি... ভালবাসি
.
হিজল বনে তোমার সনে, হাতে ধরে, অনেক দূরের সবুজ মাঠে এই বুকে হৃদয় পেতে আনমনে, ডুবে যাওয়া নয়ন খানি, ভোলা স্মৃতির নাচন, নাচন রাশি,
ভালবাসি... ভালবাসি
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন