বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী, ২০১৭

পরকীয়া ------ দূর্বা মিত্র

-"ফোর উইড্ডিংস এন্ড এ ফিউনারেল, সিনেমাটা দেখেছো?"
-"নাহ--কেন?"
-"ভালো -দেখোনি| তুমি কি ওয়ান উইড্ডিং এন্ড টু ডিভোর্সেস - এটার ব্যবস্থা করতে পারবে?"
-"চাইলে পারবো- কিন্তু চাইবো না| তোমার শরীরটা তোমার স্বামীর আছে-তাই থাক | চিতায় জ্বলার সময়ে আত্মাটা আমি ছিনিয়ে নেবো | ওটা আমার !"

আজ দুপুরে সেমিনারএ বক্ত্রিতা দেবার সময়ে ফোনে আলো জ্বলছিল - কাল রাত আড়াইটার সময়ে তোমার গাড়ি উল্টে গাছে - সকাল ছটায় তুমি চলে গেছো ! তোমার স্ত্রীর কাছ থেকে তোমার আত্মা ছিনিয়ে নেয়া আমার আর হলো না |

1 টি মন্তব্য:

সম্পাদিকার ডেস্ক থেকে

উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব...