নতুন বছরের প্রথম মাসের মাঝামাঝি ... চিন্তন এবং মননের মেঘমল্লারে এখন বাঙ্গালীর দ্বিতীয় দুর্গোৎসবের ভাবনা-জাল ... ১৯৭৬ সালের ৩রা মার্চ বিড়লা তারামণ্ডলের উল্টোদিকে ছোট মাঠটিতে মাত্র ৫৪ টি স্টল নিয়ে যে মেলা শুরু হয়েছিলো , আজ সময়ের বহমানতায় সে মেলা আন্তর্জাতিক মিলন ক্ষেত্রে পরিণত ।১৯৮৪ সালে আন্তর্জাতিক বইমেলার স্বীকৃতি অর্জন করা এই মেলা আদতে শিক্ষিত বাঙ্গালীর আঁতের মিলনক্ষেত্র ।
বইমেলার এই আলোকিত উচ্ছ্বাসের মাঝেই ২৩ শে এবং ২৬ শে জানুয়ারী ছুঁয়ে গেল ক্যালেন্ডারের পাতা । সোশ্যাল নেটওয়ার্কের হুজুগে মাতা বাঙ্গালী এই দুদিনের জন্য পালটালেন প্রোফাইল পিকচার , শুনলেন কিছু দেশাত্মবোধক গান ... এমনকি দু এক ছত্র লিখেও ফেললেন , ... কিন্তু তাতে করে কি বদলালো মন ... বা মনন ? এর মধ্যেই প্রকাশিত হল 'মুঠো ভরা রোদ্দুর 'এর জানুয়ারী সংখ্যা ... ভিন্ন ধাঁচের একাধিক লেখায় সেজে উঠেছে এবারের ব্লগ । বইমেলার ধুলো ঘেঁটে বাড়ি ফেরার পর ... সময় করে নাহয় একবার চোখ বুলিয়ে নেবেন । আমাদের সমগ্র লেখক -কবি -পাঠক এবং শুভানুধ্যায়ীদের জানাই অশেষ কৃতজ্ঞতা। এভাবেই পাশে থাকবেন আজীবন , এই ভরসায় ...
বইমেলার এই আলোকিত উচ্ছ্বাসের মাঝেই ২৩ শে এবং ২৬ শে জানুয়ারী ছুঁয়ে গেল ক্যালেন্ডারের পাতা । সোশ্যাল নেটওয়ার্কের হুজুগে মাতা বাঙ্গালী এই দুদিনের জন্য পালটালেন প্রোফাইল পিকচার , শুনলেন কিছু দেশাত্মবোধক গান ... এমনকি দু এক ছত্র লিখেও ফেললেন , ... কিন্তু তাতে করে কি বদলালো মন ... বা মনন ? এর মধ্যেই প্রকাশিত হল 'মুঠো ভরা রোদ্দুর 'এর জানুয়ারী সংখ্যা ... ভিন্ন ধাঁচের একাধিক লেখায় সেজে উঠেছে এবারের ব্লগ । বইমেলার ধুলো ঘেঁটে বাড়ি ফেরার পর ... সময় করে নাহয় একবার চোখ বুলিয়ে নেবেন । আমাদের সমগ্র লেখক -কবি -পাঠক এবং শুভানুধ্যায়ীদের জানাই অশেষ কৃতজ্ঞতা। এভাবেই পাশে থাকবেন আজীবন , এই ভরসায় ...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন