সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০১৭

জাস্ট ফর স্পেস ---- উজ্জ্বল রায় চৌধুরী

সাদাকালো মূহুর্তের দূরত্বে দিনযাপনের আইল্যান্ড
ইহুদিদের পিরামিডে মৃত্যুকে ছুঁই
সেমিকোলন নিস্তব্ধ সহমরণে মমির অবলোকন 


কয়লার উনুনে ঈর্ষার মাংসের টুকরো
ডালটন তত্ত্বের আধুনিকতার সমকামীতা
আগুনের আঁচে ইঁটের অবৈধ অবয়ব
সময়ের ছাঁচে গড়া শকুনের চোখে যতিচিহ্ন প্যারালাইসড
রাসায়নিক পদার্থের সাথে বিক্রিয়া যৌক্তিক ব্যাখ্যায় ফুলস্টপ
কোষের মৃত্যু পর্দাহীন 


অনুভূতির পরমাণু অন্তঃসত্বা নদী
স্পর্শবিন্দু তে বিন্যাসের অ্যানাটমি
মোনালিসার অসমাপ্ত চিত্রে অ্যাসিড বৃষ্টির অমানিশা

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদিকার ডেস্ক থেকে

উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব...