বিচ্ছেদ' লিখতেই ছোট হয়ে এলো আকাশ
কষ্টের রেশটুকু তার ফিরতি ডাকে না ফুরোতেই
ন্যাপথলিনের গন্ধ মেখে বসন্ত এসে হাজির
আঙুলের চাপে চিনেবাদাম ভাঙতে ভাঙতে
হঠাৎ খেয়াল করি বসন্ত ' পেরিয়ে ঋতু এখন শীতকালীন
সেরামিকে লেগে থাকা স্পর্শহীনতা
দূরত্বে চিঠি আদান প্রদান শেষে ...... আবারও মিলনের কারবার শুরু করে
কষ্টের রেশটুকু তার ফিরতি ডাকে না ফুরোতেই
ন্যাপথলিনের গন্ধ মেখে বসন্ত এসে হাজির
আঙুলের চাপে চিনেবাদাম ভাঙতে ভাঙতে
হঠাৎ খেয়াল করি বসন্ত ' পেরিয়ে ঋতু এখন শীতকালীন
সেরামিকে লেগে থাকা স্পর্শহীনতা
দূরত্বে চিঠি আদান প্রদান শেষে ...... আবারও মিলনের কারবার শুরু করে
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন