সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০১৭

মুক্তি চাই আজ আমি --- প্রদীপ্ত দাস

প্রশ্বাসে বাড়তে থাকা অক্সিজেন হয়ে
অবলীলায় সমর্পন করেছো দিনরাত।
শালীনতার সীমা ছাড়ানো জলছবি...
তোমার ইচ্ছাই আমার একমাত্র অজুহাত।

সময় থামিয়ে দেওয়া প্রিয় গান
বাজে, সে জেনো আমার হৃদয়ে বাজে।
একটা সেই রংচটা পুরোনো রুমাল
মাঝে মাঝে চোখের জলেই সাজে।

এভাবেই বেলাশেষে নদীর প্রবাহ হয়ে
কারা যেন সব ছোটে রক্ত-মধ্যে...
আর একা-বোকা আমি জীর্ণ এক শয্যায় শুয়ে
ভাবি দিন ফিরবে। উলু-শঙ্খধ্বনি সান্নিধ্যে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদিকার ডেস্ক থেকে

উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব...