বসন্ত কেবিনে বসন্ত এসেছে অপার্থিব নৈকট্যে,
বিকেলের আসমানি ট্রামে অপেক্ষার সমীকরণ,
কফি হাউসের দোতলার টেবিলে পরিযায়ী অতএব
হাত ছোঁয়া ফুটপাতে সংরাগী কলোসিয়াম I
চিলেকোঠা আলসে দুপুরে ধূলোমাখা আস্তিন
প্রেমের কক্ষপথে মধ্যযুগীয় অ্যালকোহল,
নীল শাড়িতে কোজাগোরী উষ্মার প্রতিফলন
রেয়ার ভিউ মিররে তোমার নূরজাহান পটভূমি I
রাতের সেলফোনে খুনসুটি বস্তুতন্ত্র
আষ্টেপৃষ্টে জড়িয়ে থাকা জাফরানী হিমোগ্লোবিন,
হৃদয়ের অন্তঃস্থলে ত্রৈরাশিক সাক্ষাতকার
কোন দিন বেহুলা হতে পারবে কি ?
অনুরোধের তুলাযন্ত্রে অভিমানী তুতেনখামেন
ভালবাসা হারাতে চায় ঐতিহাসিক আলোকবর্ষে,
বেলাশেষের সংগ্রামী পর্দায় সোহাগী চরণামৃত
তোমায় লগ্নজিতা রূপে চাই একবার I
বিকেলের আসমানি ট্রামে অপেক্ষার সমীকরণ,
কফি হাউসের দোতলার টেবিলে পরিযায়ী অতএব
হাত ছোঁয়া ফুটপাতে সংরাগী কলোসিয়াম I
চিলেকোঠা আলসে দুপুরে ধূলোমাখা আস্তিন
প্রেমের কক্ষপথে মধ্যযুগীয় অ্যালকোহল,
নীল শাড়িতে কোজাগোরী উষ্মার প্রতিফলন
রেয়ার ভিউ মিররে তোমার নূরজাহান পটভূমি I
রাতের সেলফোনে খুনসুটি বস্তুতন্ত্র
আষ্টেপৃষ্টে জড়িয়ে থাকা জাফরানী হিমোগ্লোবিন,
হৃদয়ের অন্তঃস্থলে ত্রৈরাশিক সাক্ষাতকার
কোন দিন বেহুলা হতে পারবে কি ?
অনুরোধের তুলাযন্ত্রে অভিমানী তুতেনখামেন
ভালবাসা হারাতে চায় ঐতিহাসিক আলোকবর্ষে,
বেলাশেষের সংগ্রামী পর্দায় সোহাগী চরণামৃত
তোমায় লগ্নজিতা রূপে চাই একবার I
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন