ধুলিমাখা পথে একপা দুপা করে
তুমি চলে গিয়েছিলে
ভৈরবী সুরে স্নিগ্ধ বাতাসে
ভেসে এসেছিলো তোমার বিড়বিড় করে
বলে যাওয়া শেষ কথাগুলো
সকালের এক চিলতে রোদ
তার সোনালি আলোয় মাখিয়ে
প্রতিশ্রুতি করালো আমায়
তোমায় পিছু না ডাকার
শেষ বেলায় তোমার অমোঘ বাণী
শঙ্খ সুর হয়ে কানে ভাজে মৃদু লয়ে
ক্লান্তিকর কিন্তু মনোহর সংরাগে
আবছায়া হৃদয় কপাট প্রতিক্ষারত
তীব্র আঘাতে খুলে যাবার
প্রতিক্ষায় থাকে ভাসিয়ে নেয়ার
টইটুম্বুর প্লাবনে দূরে বহুদূরে
যেখানে ব্যাকুলতার লেপ-চাদরে
তোমার আমার চেনা সংরাগ
জড়িয়ে থাকবে বারোমাস
তুমি চলে গিয়েছিলে
ভৈরবী সুরে স্নিগ্ধ বাতাসে
ভেসে এসেছিলো তোমার বিড়বিড় করে
বলে যাওয়া শেষ কথাগুলো
সকালের এক চিলতে রোদ
তার সোনালি আলোয় মাখিয়ে
প্রতিশ্রুতি করালো আমায়
তোমায় পিছু না ডাকার
শেষ বেলায় তোমার অমোঘ বাণী
শঙ্খ সুর হয়ে কানে ভাজে মৃদু লয়ে
ক্লান্তিকর কিন্তু মনোহর সংরাগে
আবছায়া হৃদয় কপাট প্রতিক্ষারত
তীব্র আঘাতে খুলে যাবার
প্রতিক্ষায় থাকে ভাসিয়ে নেয়ার
টইটুম্বুর প্লাবনে দূরে বহুদূরে
যেখানে ব্যাকুলতার লেপ-চাদরে
তোমার আমার চেনা সংরাগ
জড়িয়ে থাকবে বারোমাস
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন