আমার মগজটা চিবিয়ে খাস,
চোখদুটো উপড়ে নিস,
মনটাকে কুচিকুচি করে
রাস্তায় ছড়িয়ে দিস...
চোখদুটো উপড়ে নিস,
মনটাকে কুচিকুচি করে
রাস্তায় ছড়িয়ে দিস...
তারপর আমিত্বহীন 'আমি'টাকে
ছুঁড়ে ফেলিস ভাগাড়ে,
শকুনেরও খাদ্য হবে।
ছুঁড়ে ফেলিস ভাগাড়ে,
শকুনেরও খাদ্য হবে।
* * *
জানিস!
ভাগাড়ে অসংখ্য ধুতরা আর
আকন্দ জন্মাল কিছুদিন পরে,
এক কুমারী মেয়ে শিবরাত্রিতে
ভক্তিভরে অঞ্জলি দিল তা দিয়ে...
আকন্দ জন্মাল কিছুদিন পরে,
এক কুমারী মেয়ে শিবরাত্রিতে
ভক্তিভরে অঞ্জলি দিল তা দিয়ে...
একটা প্রদীপও জ্বালাল,
মন্দিরে সারারাত জ্বলল
নিষ্পাপ মেয়ের আকাঙ্ক্ষার ঘৃতবাতি
নিষ্পাপ মেয়ের আকাঙ্ক্ষার ঘৃতবাতি
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন