আহা আজি এ বসন্তে নিবিড় প্রেমিক তার
স্বপ্নের প্রেমিকার খোঁজে মাথা কুটে মরে দোরে দোরে
শতসহস্র যুগ ধরে অনেক রক্ত ঝরিয়ে , যার
ক্ষত রয়ে গেছে প্রেমিকের মনের গভীরে
জীবনের শেষে এসে ব্যর্থ প্রেমিকটি আজও
এমন বসন্তের দিনে খুঁজে মরে তার সেই
প্রাণপ্রিয়কে যে তাকে কথা দিয়ে রাখেনি কথা,
মাথা কোটে দোরে দোরে - বাজো রুদ্রবীণা, বাজো
কোনো এক মানবীকে ভালবেসে আজ সে ভিখারি
অনেক বসন্ত পার করে অবশেষে হতাশার গভীরে
ডুবে যেতে যেতেও আজ সে থমকে গিয়েছে দাঁড়িয়ে
সিক্ত হতে আজি এ বসন্তের নির্মল সমীরে
স্বপ্নের প্রেমিকার খোঁজে মাথা কুটে মরে দোরে দোরে
শতসহস্র যুগ ধরে অনেক রক্ত ঝরিয়ে , যার
ক্ষত রয়ে গেছে প্রেমিকের মনের গভীরে
জীবনের শেষে এসে ব্যর্থ প্রেমিকটি আজও
এমন বসন্তের দিনে খুঁজে মরে তার সেই
প্রাণপ্রিয়কে যে তাকে কথা দিয়ে রাখেনি কথা,
মাথা কোটে দোরে দোরে - বাজো রুদ্রবীণা, বাজো
কোনো এক মানবীকে ভালবেসে আজ সে ভিখারি
অনেক বসন্ত পার করে অবশেষে হতাশার গভীরে
ডুবে যেতে যেতেও আজ সে থমকে গিয়েছে দাঁড়িয়ে
সিক্ত হতে আজি এ বসন্তের নির্মল সমীরে
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন