বসন্তের উদাসী হাওয়ায় গা ভাসায়
সাঁঝবাতিরা
মাপা পরিধির টুকরো মাটি আঁকড়ে
আগুন জ্বালায় শিমুল পলাশ
শহুরে ব্যস্ততা থমকে দাঁড়ায়
মুহূর্তের হাত ধরে--
'
ফাগুনের রঙমিলান্তি দেশ
সীমানায় বিশ্বাসঘাতক কাঁটা-তার
মনের গলুই বোঝাই নুনের পরত
খোয়া গেছে প্রবেশের ছাড়পত্র--
'
বহুদিনের অভ্যস্ত ভালোবাসা পরিযায়ী
নতুন ঠিকানায়..
কোকিলের বিষণ্ণ তান
নিঃসঙ্গতার আলিঙ্গন---
'
এক-আকাশ শূণ্যতার প্রেক্ষাপটে
লালচে আভা....
পলাশের নয়
ভালোবাসার চিতার আগুন
সাঁঝবাতিরা
মাপা পরিধির টুকরো মাটি আঁকড়ে
আগুন জ্বালায় শিমুল পলাশ
শহুরে ব্যস্ততা থমকে দাঁড়ায়
মুহূর্তের হাত ধরে--
'
ফাগুনের রঙমিলান্তি দেশ
সীমানায় বিশ্বাসঘাতক কাঁটা-তার
মনের গলুই বোঝাই নুনের পরত
খোয়া গেছে প্রবেশের ছাড়পত্র--
'
বহুদিনের অভ্যস্ত ভালোবাসা পরিযায়ী
নতুন ঠিকানায়..
কোকিলের বিষণ্ণ তান
নিঃসঙ্গতার আলিঙ্গন---
'
এক-আকাশ শূণ্যতার প্রেক্ষাপটে
লালচে আভা....
পলাশের নয়
ভালোবাসার চিতার আগুন
এই মন্তব্যটি লেখক দ্বারা সরানো হয়েছে।
উত্তরমুছুন