বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী, ২০১৭

মনফকিরা ------ এ আমার স্মৃতিভার রিক্তা চক্রবর্তী

আজ জীবনের উপান্তে এসে দাঁড়িয়েছি 
সৃষ্টিছাড়া প্রতিটি পঙক্তির গায়ে এখন বিকেলের পোড়া গন্ধ 

অজস্র আলপিন বিঁধে থাকা স্মৃতি আলাপনও ততটা মধুর হয়না ইদানীং 

কোন কোনও দিন খুব ইচ্ছে হয় ...বিলীয়মান রামধনু রঙে
শেষবারের মতো একবার অন্তত 'জীবন ' ছুঁয়ে আসি 

নিস্তরঙ্গ ঘুমের ভিতর আজও মাঝে মধ্যে জেগে ওঠে ঋতুনির্ভর স্মৃতিভার 
চিরকাল অর্ধশায়িত জীবন যেন নতুন ভাবে স্পষ্টতর হয় 

স্মৃতির ইতিবাচক গ্রাফিতি মনে করিয়ে দেয় 
বিরতি ও বিশ্রামের পূর্ণতর দ্যোতনাবহ ব্যঞ্জনা 

আমার দশ বাই দশের নেপথ্যে ধ্বনিত হতে থাকে ... 

" জীবনে কি পাব না / ভুলেছি সে ভাবনা
সামনে যা দেখি, জানি না সেকি/ আসল কি নকল সোনা

যদি সব ছাড়িয়ে / দুটি হাত বাড়িয়ে
হারাবার খুশিতে, যাই শুধু হারিয়ে

যেতে যেতে কারো ভয়ে / থমকে দাঁড়াবো না
সামনে যা দেখি, জানি না সেকি / আসল কি নকল সোনা

ভাল আর মন্দের/ দ্বন্দ্ব জানি না 
কে ভাল কে মন্দ যে তার খবর রাখি না
সামনে যা দেখি, জানি না সেকি / আসল কি নকল সোনা "

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদিকার ডেস্ক থেকে

উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব...