বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী, ২০১৭

তাপির বাঁচার লড়াই ----- রীনা রায়


সাত বছরের ছোট্ট তাপি, ডাস্টবিনের এক টুকরো খাবারের জন্য দুটো কুকুরের সাথে অসম লড়াই করে চলেছে।
একবার মনে হচ্ছে, পারছেনা, আবার মনে হচ্ছে, পিছিয়ে এলে কখনোই জিততে পারবেনা।
--
মাত্র ক’দিন হল এই শহরে এসেছে। বাবা কোলকাতা দেখাবে বলে নিয়ে এসে, ওকে দাঁড় করিয়ে কোথায় গেল, সন্ধ্যে পেরিয়ে রাত হল কিন্তু বাবা ফিরলোনা। 

খিদের জ্বালায় অনেক কাঁদলো, কেউ খেতে দিল না। কখন যেন একটা ফাঁকা বাসে উঠে ঘুমিয়ে পড়েছিলো।
পথ চেনে না তাই, গ্রামেও ফেরা হ’ল না।
কদিন অভুক্ত থাকার পর তাপি দেখলো, ডাস্টবিনের খাবার কুকুরেও খায়, মানুষেও খায়।
প্রথমে সে পেরে ওঠেনি, ধীরে ধীরে বুঝেছে, বাঁচতে গেলে লড়াই করে খাবার ছিনিয়ে নিতে হবে ।
---
ক্রমশঃ তাপি বুঝছিলো কুকুরের সাথে শক্তিতে পেরে উঠবেনা। অন্য উপায় দেখতে হবে।
শুরু হলো তাপির বাঁচার লড়াই। আনমনে তাপি রাস্তার বিশাল মিছিলটা দেখছিল, কানে এলো --"লড়াই, লড়াই, লড়াই চাই---'' 
ও উঠে দাঁড়ালো--এই কথাটা বাবাও বলতো, তবে কি বাবা----

মিছিলের পিছনে তাপিও চললো----

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদিকার ডেস্ক থেকে

উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব...