বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী, ২০১৭

শূন্য ----- উজ্জ্বল রা়য়

অদূরদর্শী ছায়ামূর্তি জটিল বীজগণিতে
আগের মতো বাবা বেঁচে নেই 
তবুও ডাকছে ইচ্ছেটা,
কষ্ট গুলো জলের আর্সেনিকের মতো বিষাক্ত
একটা মাংসপিণ্ড বেড়ে উঠেছে নাড়ি কাঁটা হয়নি
মা আবার মরতে চাইছে নীরবে
নূন্যতম জোৎস্না যেন মরীচিকা

শরীর ভিজিয়ে দিলি খোকা..
 শিউরে উঠুক নিষ্পাপ মনালাপ
খেয়ালে নতুন আইল্যান্ড খোঁজে নিরুদ্দেশ
অন্তহীন পথটা হাহাকার করে ওঠে বারবার
নিঃশ্বাস আজ বেমানান স্পটে

অটোগ্রাফ দেখে যাক একবার..
প্রশ্নবোধক চিহ্নের আড়ালে
আততায়ীর অস্পষ্ট মৃত্যুকে.......
আমার ইচ্ছামৃত্যু সফল হোক অজানা ঠিকানায়.....

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদিকার ডেস্ক থেকে

উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব...