শনিবার, ১০ ডিসেম্বর, ২০১৬

মধ্যাহ্ন হ্রদে পর্যটন বিমুখ শীত --- পারমিতা চক্রবর্ত্তী

শব্দের নিজস্ব অনুতাপ হারিয়ে পর্যটন বিমুখ শীত আসে মনের ইজিচেয়ারে
কৌশরিক প্রেম হামাগুড়ি দেয়
কমলালেবুর খোসায় , নলেনগুড়ের চৌকাঠে 

মধ্যাহ্ন হ্রদে অলিভওয়েল মাখা 
শরীর তোমায় চেয়েছিল
গ্লিসারিনের কোরক হয়ে 
'তুমি '......

আজ
নরম সাম্রাজ্যে শুধুই অ্যালকোহল
মাখা ক্লান্তি 
অালটুসি বিকেল ঢাকা পড়ে আছে 
বিষণ্ণতার ব্ল্যাঙ্ককেটে 

অপেক্ষার অন্তহীন পথ রুদ্ধ
অবিশ্বাসের আঁচড়ে
পেসমেকার রাতে হৃদয়ের গ্রামোফোনে শুধু একটাই সুর বাজে 
" দূরে কোথাও দূরে দূরে ......."

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদিকার ডেস্ক থেকে

উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব...